ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে নিহত ২ পুলিশ কর্মকর্তার জানাজা সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
সিলেটে নিহত ২ পুলিশ কর্মকর্তার জানাজা সম্পন্ন নিহত ২ পুলিশ সদস্যের জানাজা সম্পন্ন/ছবি: আবু বকর

ঢাকা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ জঙ্গি আস্তানার অদূরে বিস্ফোরণের ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (২৬ মার্চ) দুপুরে সিলেট পুলিশ লাইনসে এ জানাজা অনুষ্ঠিত হয়।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা এ তথ্য জানিয়েছেন।

জানাজা সম্পন্ন হওয়া দুই পুলিশ সদস্য হলেন- জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সার।

জানাজা শেষে মনিরুলের মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালীতে এবং আবু কয়সারের মরদেহ সুনামগঞ্জ সদরে নেওয়া হচ্ছে।

স্ব স্ব বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ দাফন করা হবে।

নোয়াখালী সদর উপজেলার সুধারাম গ্রামের নূরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম ২০০৩ সালে এবং সুনামগঞ্জ সদরের নতুন পাড়ার নিলয়-১ এর বাসিন্দা আবু কয়সার ১৯৯০ সালে পুলিশ বিভাগে যোগ দেন।   

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এনইউ/টিআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।