ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে র‌্যাবের গোয়েন্দা প্রধানকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে র‌্যাবের গোয়েন্দা প্রধানকে

ঢাকা: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানের সময় আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।

রোববার (২৬ মার্চ) বেলা পৌনে ১টার দিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আবুল কালাম আজাদ লাইফ সাপোর্টে রয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় শিববাড়ির জঙ্গি আস্তানায় অভিযানের সময় ঘটনাস্থলের খানিকটা দূরে দুই দফায় বোমা বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় লে. কর্নেল আবুল কালাম আজাদ ও র‌্যাবের গোয়েন্দা শাখার উপ-পরিচালক মেজর আজাদ গুরুতর আহত হন। গুরুতর আহত এ দুই কর্মকর্তাকে শনিবার রাতেই সিলেট থেকে হেলিকপ্টারযোগে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

** গুরুতর আহত র‌্যাবের দুই কর্মকর্তা সিএমএইচে ভর্তি

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।