ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বাধীনতা দিবস

সিলেটে কড়া নিরাপত্তায় শ্রদ্ধা নিবেদন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
সিলেটে কড়া নিরাপত্তায় শ্রদ্ধা নিবেদন  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবসের শ্রদ্ধা/ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে কড়া নিরাপত্তায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রতিবার প্রথম প্রহরে (রাত ১২টা ০১ মিনিটে) শ্রদ্ধা নিবেদন করা হলেও সরকারি সিদ্ধান্তে এবার ভোরে শ্রদ্ধা নিবেদন করা হয়।  

ভোরে প্রথমে  শ্রদ্ধা নিবেদন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড।

এছাড়া বিভিন্ন রাজৈনিতক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  শহীদ মিনার বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।  

তবে ভোরে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে শহীদ মিনারমুখী মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

এদিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে শনিবার (২৫ মাচ) রাতে হামলার ঘটনায় মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করচে।  

সকালে নগরী ঘুরে দেখা গেছে, বিভিন্ন ফুলের দোকানে শ্রদ্ধাঞ্জলি তৈরি করা থাকলেও ক্রেতা সমাগম নেই।

অন্যবার এমন দিনে দম ফেলার ফুসরত থাকেনা দোকানিদের। কিন্তু এবার রাত জেগে শ্রদ্ধাঞ্জলি তৈরি করলেও ক্রেতা নেই বলে জানিয়েছেন নগরীর চৌহাট্টা অর্কিড পুস্প কেন্দ্র ও মালঞ্চ পুস্প কেন্দ্রের লোকজন।

সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, দু’টি সংগঠনের ব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। শ্রদ্ধা নিবেদন করার পর্ব উপস্থাপন করছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তিগুপ্ত।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।