ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুরুতর আহত র‌্যাবের দুই কর্মকর্তা সিএমএইচে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
গুরুতর আহত র‌্যাবের দুই কর্মকর্তা সিএমএইচে ভর্তি

ঢাকা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানস্থলের বাইরে দুই দফা বোমা বিস্ফোরণে গুরুতর আহত র‌্যাবের দুই কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) ভোরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
 
তিনি জানান, ওই দুই অফিসার হলেন- র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ ও র‌্যাবের অপর কর্মকর্তা মেজর আজাদ।


 
মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বলেন, ওই দুই কর্মকর্তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। আমরা এখন সিএমএইচে অবস্থান করছি। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।

এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, র‌্যাবের ওই দুই কর্মকর্তা। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হয়।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
আরএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।