ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৬ মার্চের প্রথম প্রহরে শহীদদের স্মরণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
২৬ মার্চের প্রথম প্রহরে শহীদদের স্মরণ শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি ফলকে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ঘড়ি তখন ১১টা ৫৯ মিনিটে। সব বাতি হয়ে গেলো বন্ধ। উপস্থিত সবার হাতে মোমবাতি; তাতেই চারদিক আলোকিত।

সারিবদ্ধভাবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণ করেন। প্রথম এই প্রহরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি ফলকে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু।

এসময় উপস্থিত জনতা-ছাত্র-শিক্ষকরা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

ঠিক ১২টা ১ মিনিটে পুনরায় আলো প্রজ্জ্বলন করা হয়। এর মাধ্যমে অন্ধকার থেকে আলোর জগতে প্রবেশের চিত্র তুলে ধরা হয়।

উপস্থিত ছিলেন, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার।
শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি ফলকে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।  ছবি: ডিএইস বাদল
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, শহীদদের স্মরণে অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। আর জাতীয় সংসদে ‘গণহত্যা দিবস’ স্বীকৃতি পাওয়ায় এবার নতুন মাত্রা যোগ হয়েছে।

এসময় তিনি জাতিসংঘের মাধ্যমে দিবসটিকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানান।

** বধ্যভূমিতে প্রদীপ প্রজ্জ্বলনে শহীদদের স্মরণ
** স্বাধীনতা দিবসে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসকেবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad