ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গণহত্যা দিবস স্মরণে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
গণহত্যা দিবস স্মরণে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন গণহত্যায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়িয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ-ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: একাত্তরের ২৫ মার্চ গণহত্যায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়িয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ।

শনিবার সন্ধ্যায় শহরের কদমতলী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে কদমতলী এলাকা থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।