ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আতিয়া মহলে অভিযান অব্যাহত, ৭৮ জিম্মি উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আতিয়া মহলে অভিযান অব্যাহত, ৭৮ জিম্মি উদ্ধার  কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন সেনা সদস্যরা। ছবি: আবু বকর

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ থেকে নারী শিশুসহ ৭৮ জনকে উদ্ধার কর‍া হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১ শিশু। 

শুক্রবার (২৪ মার্চ) ভোরে ওই মহলে জঙ্গি আস্তানার খোঁজ পাওয়ার পর থেকে ২৪ ঘণ্টার বেশি সময় জিম্মি থাকার পর শনিবার (২৫ মার্চ) দুপুরের পর থেকে উদ্ধার হতে থাকেন এই জিম্মিরা।

আতিয়া মহলে জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চালানোর সিদ্ধান্তের পর দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে।

দুপুর নাগাদ সেনা সদস্যরা বাড়িটির ভেতর ঢুকে পড়েন এবং একে একে বিভিন্ন ফ্লোর থেকে জিম্মিদের উদ্ধার করে আনতে শুরু করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান বিকেলে বাংলানিউজকে জানান, ‘ভবনটির বিভিন্ন ফ্ল্যাটে বসবাসকারী ৭৮ জন বেসামরিক লোককে নিরাপদে উদ্ধার করে আনা হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১ শিশু রয়েছে। ’

তখন তিনি এও বলেন, ‘এই অভিযানে এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সেনা কমান্ডোরা চেষ্টা করছেন জঙ্গিদের জীবিত অবস্থায় গ্রেফতার করতে। ’

ওদিকে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সেনা অভিযানের ওপর প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, ‘আতিয়া মহলের ৫ ও ৪ তলা বিশিষ্ট দু’টি ভবনের ৩০টি ফ্ল্যাটে ১৫০টি কক্ষ রয়েছে। এসব কক্ষ, সিঁড়িঘর ও আনাচে কানাচে বিস্ফোরক ছড়ানো ছিটানো রয়েছে। জঙ্গিরা বিস্ফোরক দিয়ে কমান্ডোদের প্রবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এজন্য অপারেশনটি অনেক সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হচ্ছে। তাই অনেক সময় লাগছে। ’ 

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এনইউ/এইচএ/এমএমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।