ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গিবাদ প্রতিহতের শপথ শিখা চিরন্তনে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
জঙ্গিবাদ প্রতিহতের শপথ শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলনের সঙ্গে সঙ্গে দেশকে রাজাকার ও জঙ্গিবাদমুক্ত করার শপথ নেয় জনতা। ছবি: দীপু মালাকার

ঢাকা: জাতীয় গণহত্যা দিবসের সন্ধ্যায় দেশকে রাজাকারমুক্ত ও জঙ্গিবাদমুক্ত করার শপথ নিয়েছে সর্বস্তরের জনতা।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এ শপথ নেওয়া হয়।  

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটি সোয়া ৭টায় মোমবাতি প্রজ্বলন করে।

এরপর দেশকে রাজাকার, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করার শপথ নেয় জনতা।

এসময় জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে পালনে সরকারকে দ্রুত কার্যক্রম সম্পন্ন করতে, স্বাধীনতাযুদ্ধে গণহত্যায় শহীদ ব্যক্তিদের তালিকা সরকারিভাবে প্রণয়ন এবং গণহত্যায় শহীদদের সমাধি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি জানায় কর্মসূচির আয়োজক সংগঠনটি।

কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ছাড়াও বেশ ক’টি সংগঠন।

এদিকে, সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ এর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় বিকেল থেকে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।