ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাসিরনগর থানার এএসআই প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
নাসিরনগর থানার এএসআই প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া: দায়িত্বে অবহেলার কারণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আশরাফুলকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে আশরাফুলকে নাসিরনগর থানা থেকে প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পাঠানো হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বাংলানিউজকে জানান, ২০ মার্চ ধরমণ্ডল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

এ সময় ধরমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিয়াজ উদ্দিনসহ বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষের ঘটনায় এএসআই আশরাফুলের গাফিলতি ছিলো বলে লোকজন অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।