ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

‘মরদেহ দেখে বোঝা যাচ্ছে এটা আত্মঘাতী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
‘মরদেহ দেখে বোঝা যাচ্ছে এটা আত্মঘাতী’ ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ ব্রিফিং করছেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বরে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হামলাকারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে ময়না তদন্ত শুরু হয়ে চলে ১ ঘণ্টা।

ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, জঙ্গির পিঠে বোম বাঁধা ছিল।

একটা তার হাতে ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে ওই তারে টান দিলে বোমা বিস্ফোরণ ঘটে। মরদেহ দেখে বোঝা যাচ্ছে এটা আত্মঘাতী।

তিনি আরও বলেন, জঙ্গির পরিচয় নিশ্চিত করতে শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে, ২৪ মার্চ সন্ধ্যার বিমানবন্দরে গোলচত্বর সংলগ্ন উত্তরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের কাছে বিস্ফোরণে হামলাকারী নিহত হন। পরে সেখান থেকে কয়েকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করার সময় এক কনস্টেবলসহ ৬ জন আহত হন।

** বিমানবন্দরে পুলিশ বক্সে হামলাকারীর মরদেহ ঢামেকে

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এসটি/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।