ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লার নির্বাচন কোনো চ্যালেঞ্জ মনে করছি না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
 কুমিল্লার নির্বাচন কোনো চ্যালেঞ্জ মনে করছি না কুমিল্লার নির্বাচন কোনো চ্যালেঞ্জ মনে করছি না

কুমিল্লা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বিগত কিছু সময়ে কোথাও কোথাও গণতন্ত্র কিছুটা বিঘ্নিত হয়েছে। তাই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে কুমিল্লা থেকেই পরিপূর্ণ গণতন্ত্রের যাত্রা শুরু করা হবে। দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনবে কুমিল্লার নির্বাচন। কুমিল্লার নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে। এ নির্বাচনকে কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমার বিশ্বাস কুমিল্লার মানুষ এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না।

শনিবার (২৫ মার্চ) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে কুসিক নির্বাচনের দায়িতপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দায়িতপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে কে এম নুরুল হুদা বলেন, এ নির্বাচনে কারো প্রতি কোনো রকম শৈথিল্যতা দেখানো যাবে না।

ভোটকেন্দ্রে কোনো ব্যক্তি বা দলীয় প্রভাবশালী ব্যক্তি অকারণে প্রবেশ করলে তাকে কঠোরভাবে দমন করতে হবে। ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার চেয়ে বড় প্রভাবশালী আর কেউ নেই। নির্বাচনে প্রায় দুই হাজার কর্মকর্তা দায়িত্ব পালন করবেন, তাদের নিরাপত্তার জন্য সব বাহিনী কাজ করবে। আশা করছি তারা কোনো ধরনের আইন-শৃঙ্খলার অবনতি হতে দেবে না।

কুমিল্লার বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের নির্বাচন বিষয়ে দিক নির্দেশনা দেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- রিটার্নিং অফিসার ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।