ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
চুনারুঘাটে হরিণ উদ্ধার চুনারুঘাটে হরিণ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা অভয়ারণ্য থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার আলীনগর গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

আলীনগর গ্রামের বাসিন্দা আহাদ মিয়া বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে হরিণটি পথ ভ‍ুলে এখানে এসে পড়েছে।

হরিণটিকে উদ্ধার করে রেমা কালেঙ্গা বন বিভাগের কর্মকর্তা চন্দন ভৌমিক ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামানকে খবর দেওয়া হয়েছে। তারা এলে হরিণটি বন বিভাগের কাছে হস্থান্তর করা হবে। বর্তমানে হরিণটি তার ব‍াড়িতে বন্দি করে রাখা হয়েছে।

রেমা কালেঙ্গা বন বিভাগের কর্মকর্তা চন্দন ভৌমিক বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad