ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৫ মার্চ ঘিরে জেনোসাইড ৭১’ ফাউন্ডেশনের কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
২৫ মার্চ ঘিরে জেনোসাইড ৭১’ ফাউন্ডেশনের কর্মসূচি

২৫ মার্চ গণহত্যায় শহীদদের স্মরণ, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও ২৬ মার্চ প্রথম প্রহরে মহান স্বাধীনতা দিবস ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের জেনোসাইড ৭১’ ফাউন্ডেশন।

কর্মসূচির মধ্যে রয়েছে- একাত্তরে বাংলাদেশের গণহত্যা শীর্ষক সেমিনার ও আলোচনা, ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে জেনোসাইড ৭১’  ফাউন্ডেশনের এ পর্যন্ত গৃহীত কর্মসূচির ওপর রিপোর্ট, গণসংগীত ও কবিতা আবৃত্তি, গণহত্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন।

এছাড়া রয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।