ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘শিশুরা মানুষ না হলে দেশ এগোবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
‘শিশুরা মানুষ না হলে দেশ এগোবে না’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, শিশুরা বড়দের কাছ থেকে মূল্যবোধ ও সততার বিষয়টি শেখে। এজন্য অভিভাবকদেরকে দায়িত্ব নিতে হবে। কেননা, সততা ও মূল্যবোধ হচ্ছে চর্চার বিষয়। শিশুরা মানুষ না হলে দেশ এগোবে না। 

চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২৪ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া‍ সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গণে শিশু মেধাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।  

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেট অর্জন করলেই চলবে না, জ্ঞানও অর্জন করতে হবে।

শিক্ষার্থীদেরকে সততা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দুদক মহাপরিচালক শামসুল আরেফীন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান।  

অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  

অনুষ্ঠানে বিখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব মোরশেদুল ইসলামকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।