ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৬ মার্চ নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
২৬ মার্চ নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত

ঢাকা: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো প্রদর্শন চলবে ঢাকাসহ দেশের সাতটি স্থানে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, ২৬ মার্চ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শনী চলবে।


 
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলো ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটি, চট্টগ্রামের নেভাল জেটি, নিউ মুরিং ও খুলনার বিআইডব্লিউটিএ-এর রকেট ঘাটে প্রদর্শনী দেওয়া হবে।

এছাড়া মংলার নেভাল বার্থ দিগবাজ, বরিশালের বিআইডব্লিউটিএ জেটি এবং চাঁদপুরের বিআইডব্লিউএ’র জেটিতেও প্রদর্শনী চলবে।
 
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।