ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ষড়যন্ত্রের পদ্ধতি পরিবর্তন হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
‘ষড়যন্ত্রের পদ্ধতি পরিবর্তন হয়েছে’

ঢাকা: সম্প্রতি বিভিন্ন হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা দেখে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা পদ্ধতি পরিবর্তন করেছে, এমন মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘর প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ’ শিরোনামে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

আছাদুজ্জামান মিয়া বলেন, বঙ্গবন্ধুর সময় থেকেই বিভিন্ন ষড়যন্ত্র ছিল তা এখনো চলমান রয়েছে।

তবে বর্তমানে ষড়যন্ত্রের ফরমেট (পদ্ধতি) পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে আমরা দেশের মানুষের সেবা করে যাচ্ছি। কোমলমতি শিশুদের মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।  

ডিএমপি কমিশনার আরো বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর আহ্বানে আমরা বিভিন্ন পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এ দেশে মুক্তিযোদ্ধা ‍ও পুলিশের আত্মত্যাগ গৌরব গাঁথা।  

মুক্তিযুদ্ধের ইতিহাস ক্যানভাস, সিনেমা ও থিয়েটারে ধারণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অনুষ্ঠিত উপস্থিত সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।  

শুক্রবার থেকে শুরু হওয়া এ বই মেলা চলবে আগামী রোববার (২৬ মার্চ) পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭ 
আরএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।