ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ সফরে বিজেপি’র সেক্রেটারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
বাংলাদেশ সফরে বিজেপি’র সেক্রেটারি

ফেনী: চার দিনের ব্যক্তিগত সফরে বাংলাদেশে এসেছেন ভারতের ক্ষমতাসীন দলের সেক্রেটারি রাহুল সিনহা।  

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে তিনি চট্টগ্রামে এসে পৌঁছান। পশ্চিম জোয়ার গ্রামে শ্রী শ্রী লোকনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বপন চৌধুরীর বিশেষ আমন্ত্রণে তিনি স্নান উদ্বোধন উপলক্ষে বাংলাদেশে আসেন।


শনিবার (২৫ মার্চ) মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে জগন্নাথ ঘাটে বারুণী স্নান উদ্বোধন ও শ্রী শ্রী লোকনাথ আশ্রম দর্শন করবেন।

স্নান উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উপস্থিত থাকার কথা রয়েছে। জগন্নাথ ঘাটে বারুণী স্নান উদ্বোধন উপলক্ষে গীতা পাঠ, ধর্মীয় সাংষ্কৃতিক অনুষ্ঠানও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  

বিশিষ্ট সমাজসেবক স্বপন চৌধুরী বাংলানিউজকে জানান, রাহুল সিনহা স্বপরিবারে বাংলাদেশে এসেছেন। এটি তার ব্যক্তিগত সফর। আগামী ২৮ মার্চ তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।

এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।