ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামগতিতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
রামগতিতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস রামগতিতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সামনে জালগুলো পোড়ানো হয়। এসময় নৌ-পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সায়ফুজ্জামান ফারুকী উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (২৩ ‍মার্চ) রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ছয়টি বিন্দি জাল জব্দ করে নৌ পুলিশ।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. হাসিবুল ইসলাম বাংলানিউজকে জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। তবে, এসময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad