ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঐতিহাসিক ফাঁসির মঞ্চ ঘুরে দেখলেন ওবায়দুল কাদের

শেখ জাহাঙ্গীর আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
ঐতিহাসিক ফাঁসির মঞ্চ ঘুরে দেখলেন ওবায়দুল কাদের পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ পরিদর্শনে মন্ত্রী ওবায়দুল কাদের-ছবি: কাশেম হারুন-বাংলানিউজ

ঢাকা: পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত ২২৮ বছরের ঐতিহাসিক ফাঁসির মঞ্চটি ঘুরে দেখলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চটি পরিদর্শন করেন তিনি।

‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রথমেই ঘুরে দেখেন ঐতিহাসিক ফাঁসির মঞ্চটি।

মঞ্চের পাশে থাকা ফাঁসির ৮টি সেল কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন মন্ত্রীকে ঘুরে দেখান এবং কারাগারের বিষয়ে বর্ণনা দেন। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ পরিদর্শনে মন্ত্রী ওবায়দুল কাদের-ছবি: কাশেম হারুন-বাংলানিউজ

এ সময় মন্ত্রী জিজ্ঞাসা করেন, ‘মঞ্চটি কি এখনও কাজ করে’ এখনও অক্ষত আছে?  উত্তরে আইজি প্রিজন বলেন, জ্বি, এটা এখনও প্রস্তুত আছে। তৈরির পর থেকে এখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে ফাঁসির মঞ্চটি।

পরে আইজি প্রিজন ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা স্মৃতি জাদুঘর, জাতীয় চার নেতার কারা স্মৃতি এবং কারা হাসপাতাল ঘুরিয়ে দেখান। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ পরিদর্শনে মন্ত্রী ওবায়দুল কাদের-ছবি: কাশেম হারুন-বাংলানিউজ

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, এ কারাগারটি ইতিহাসের সাক্ষী। কারাগারের প্রতিটি জায়গাতেই রয়েছে ইতিহাস ও ঘটনা।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এসজেএ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।