ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্মৃতিস্তম্ভে রাতে নয়, ভোরে শ্রদ্ধাঞ্জলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
স্মৃতিস্তম্ভে রাতে নয়, ভোরে শ্রদ্ধাঞ্জলি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিট) নয়, এবার প্রথমবারের মতো স‍ূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে এমন তথ্য নিশ্চিত করে বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে চিঠি এসেছে বুধবার। ফলে জাতীয়ভাবে অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে শ্রদ্ধা নিবেদন করা হবে।


শহীদুল ইসলাম বলেন, এবছর থেকে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হবে। দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য জাতিসংঘে আবেদনও করা হয়েছে। ফলে সারাদেশেই রাতের বদলে ভোরে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪২ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।