ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুগদায় মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
মুগদায় মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাতে মুগদা থানাধীন উত্তর মান্ডার ৭৫ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম বলেন, ওই বাসায় নয়ন নামে এক যুবক থাকতেন।

বুধবার সন্ধ্যায় আবুল কালাম নামে এক ব্যক্তিকে মামা পরিচয়ে অসুস্থ অবস্থায় বাসায় নিয়ে আসে নয়ন। প্রতিবেশীদের নয়ন বলেছেন, তার মামা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাকে মুগদা হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে আস‍া হয়েছে। এরপর থেকে নয়নকে আর ওই বাড়িতে দেখা যায়নি।

পরে সন্দেহ হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আবুল কালামের মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় দাগ রয়েছে।

মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এসআই আব্দুল কাইয়ুম।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
পিএম/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad