ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এবার আলোচনায় ‘উস্তার মিয়ার বাড়ি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এবার আলোচনায় ‘উস্তার মিয়ার বাড়ি’ ‘উস্তার মিয়ার বাড়ি’র চারপাশে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান/ছবি: আবু বক্কর

সিলেট: অন্য দিনের মতো স্বাভাবিক থাকলেও হঠাৎ অস্বাভাবিক হয়ে ওঠে সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকায় ‘উস্তার মিয়া’র বাড়ির পরিবেশ।

শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকে ওই বাড়িটির চারপাশে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আল্লাহু আকবার বলে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

আইন-শৃঙ্খলাবাহিনী বাড়িটি উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেটের শাপলাবাগ সূর্যদিঘল বাড়িতে এমনটি ঘটেছিলো। ঠিক একইভাবে জেএমবি নেতা শায়েখ রহমানসহ জঙ্গিরা একইভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলো।

এরপর সিলেটে দ্বিতীয়বারের মতো জঙ্গি আস্তানায় অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামে জঙ্গি আস্তানায় অভিযানের পর সিলেটে জঙ্গি আস্তানার খোঁজ পাওয়া যায়। এরই মধ্যে জঙ্গিদের আত্মসমর্পণে অভিযান অব্যহত রেখেছে আইন-শৃঙ্খলাবাহিনী।

জেএমবি নেতা শায়খ আব্দুর রহমানকে আটকের মধ্য দিয়ে সিলেটের সূর্যদিঘল বাড়ি আলোচিত হয়। এবার জঙ্গি আস্তানা হিসেবে দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি ‘উস্তার মিয়ার বাড়ি’ আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এছাড়া সকাল থেকে দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ওই ভবনের আশপাশের ভবনগুলোতে অবস্থান নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনইউ/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।