ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‍ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
‍ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট যানবাহনের চাপে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক;ছবি-রহমান মাসুদ

মোগড়াপাড়া (নারায়ণগঞ্জ): টানা তিনদিনের সরকারি ছুটি সামনে রেখে যানবাহনের প্রচণ্ড চাপে প্রায় স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে সোনারগাঁও অংশ।

শুক্রবার (মার্চ ২৪) ভোর থেকেই মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রচণ্ড যানজট। সকাল আটটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সোনারগাঁও পার হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

তবে ঢাকামুখী লেনে রাস্তা কিছুটা ফাঁকা।

উল্লেখ্য, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে রোববার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। একসঙ্গে তিনদিনের ছুটি পেয়ে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন। এরই প্রতিক্রিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা দিয়েছে যানজট।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।