ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘জনসচেতনতা বৃদ্ধিই পারে দুর্যোগ মোকাবেলা করতে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
‘জনসচেতনতা বৃদ্ধিই পারে দুর্যোগ  মোকাবেলা করতে’ মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস কর্মীরা

ময়মনসিংহ: দুর্যোগের কবল থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধি ও দক্ষ কর্মী গড়ে তুলতে ময়মনসিংহের আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সদর ফায়ার সার্ভিসের এ মহড়ায় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা অংশ নেন। তারা ভূমিকম্পের সময় প্রয়োজনীয় দিক-নির্দেশনামূলক কার্যক্রম, আগুনে ও বহুতল ভবনে আটকে পড়াদের উদ্ধার এবং অগ্নিনির্বাপণ বিষয়ক বিভিন্ন উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করেন।



মহড়া পরিচালনা করেন ময়মনসিংহের সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শহীদুর রহমান।

তিনি বলেন, জনসচেনতা বৃদ্ধিই পারে দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে।

ভূমিকম্প বিষয়ক উদ্ধার মহড়ায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান লায়ন মো. মনিরুজ্জামান মিন্টু।

তিনি বলেন, এমন মহড়া আয়োজন করায় শিক্ষার্থীসহ সকলেই উপকৃত হবে। তিনি সহযোগিতা করায় ওয়ার্ল্ড ভিশন ও ফায়ার সার্ভিস দলকে ধন্যবাদ দেন।

স্কুলের শিক্ষক-কর্মচারীসহ শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।