ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘মৃত্যুঞ্জয় মযহারুল ইসলাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
‘মৃত্যুঞ্জয় মযহারুল ইসলাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব প্রকাশনা উৎসবের অতিথি ও আলোচকরা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘মৃত্যুঞ্জয় মযহারুল ইসলাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হযেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে ফোকলোর বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবির সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবদুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক আবদুল জলিল ও রাবির বাংলা বিভাগের অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন। প্রধান আলোচক ছিলেন ফোকলোর বিভাগের অধ্যাপক আবুল হাসান চৌধুরী।

রাবির সাবেক ভিসি অধ্যাপক ড. মাযহারুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে ফোকলোর গবেষণা সংসদ ২০০৫ সালে গ্রন্থটি প্রকাশ করে।

বইটির সম্পাদনায় ছিলেন রাবির সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল খালেক ও নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক আবদুল জলিল।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ