ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ মানচিত্র

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীকে ফুটপাত ও সড়ক অবৈধ দখলদারদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে অভিযানের তৃতীয় দিনে নগরীর ধোপাখোলা মোড় থেকে পূরবী সিনেমা হল পর্যন্ত সড়কের দুই পাশে সব অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়।

ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিমের নেতৃত্বে একই সঙ্গে টাউন হল থেকে স্টেশন রোড পর্যন্ত সড়কের দুই পাশে পুনরায় অভিযান চালানো হয়।

এ অভিযানে ১০টি দোকান মালিককে অবৈধ দখলের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এবং দণ্ডবিধি ১৮৬০ অনুসারে ৩০ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এমএএএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।