ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙ্গামাটিতে জেলা ব্র্যাডিং সংক্রান্ত ভিডিও কনফারেন্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
রাঙ্গামাটিতে জেলা ব্র্যাডিং সংক্রান্ত ভিডিও কনফারেন্স রাঙ্গামাটিতে জেলা ব্র্যান্ডিং সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে-ছবি: বাংলানিউজ

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে জেলা ব্র্যান্ডিং সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন ও রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সুমনী আক্তার প্রমুখ।

প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন এটুআই প্রোগ্রাম ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে জেলা ব্র্যাডিং বিষয়ে ভিডিও কনফারেন্সে অংশ নেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।