ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটের জাফলংয়ে ৭ শ্যালো মেশিন ধ্বংস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
সিলেটের জাফলংয়ে ৭ শ্যালো মেশিন ধ্বংস পরিবেশের ছাড়পত্র ও বৈধ কাগজপত্র বিহীন ক্রাশার মেশিন উচ্ছেদ এবং শ্যালো মেশিনগুলো ধ্বংস করা হচ্ছে

সিলেট: সিলেটের জাফলং পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযানে ৭টি অবৈধ শ্যালো মেশিন ধ্বংস ও ১১টি পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকায় পাথর কোয়ারিতে ৭টি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এতে পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, পরিবেশের ছাড়পত্র বিহীন ও বৈধ কাগজপত্র ছাড়া যে সকল ক্রাশার মেশিন স্থাপন করা হয়েছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে এবং শ্যালো মেশিনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।   
অবৈধ শ্যালো মেশিন ধ্বংস করা হচ্ছে
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনইউ/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।