ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে সোয়া ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
বরিশালে সোয়া ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

বরিশাল: বরিশালের বিভিন্ন উপজেলার নদীতে অভিযান চালিয়ে সোয়া দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্মা।

অভিযান শেষে বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুর এলাকায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড বরিশাল স্টেশনের মাস্টার চিফ পেটি অফিসার মো. জামাল উদ্দিন।

তিনি বলেন, নৌ বাহিনীর জাহাজ বিএনএস পদ্মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জের মেঘনা ও তার শাখা নদীতে অভিযান চালায়। এ সময় দুই লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।