ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ট্রেনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
গাজীপুরে ট্রেনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাবুল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী মো. শাহীন সরকার জানান, দুপুরে বাবুল কোনাবাড়ী থেকে মোটরসাইকেলযোগে তার বাড়ি মির্জাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বরাব এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে পৌঁছুলে জয়দেবপুরগামী একটি ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭।
আরএস/এসআরএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।