ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লাঙ্গলবন্দ স্নানঘাট পরিদর্শনে পশ্চিমবঙ্গের মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
লাঙ্গলবন্দ স্নানঘাট পরিদর্শনে পশ্চিমবঙ্গের মন্ত্রী

নারায়ণগঞ্জ: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাতীর্থ অষ্টমী স্নানউৎসব উপলক্ষে ১৩টি স্নানঘাট পরিদর্শন করেছেন ভারতের পশ্চিম বঙ্গের সড়ক ও পরিবহনমন্ত্রী আলপনা বন্দোপাধ্যায়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে তিনি এক ঝটিকা সফরে স্নানঘাটগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্নানঘাটগুলো আধুনিকায়নে সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং লাঙ্গলবন্দ এলাকাকে আরও আধুনিক করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, কামতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।