ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে ফিরোজা-আমু গ্রন্থাগার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
বরিশালে ফিরোজা-আমু গ্রন্থাগার উদ্বোধন ফিরোজা-আমু গ্রন্থাগার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু-ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে ফিরোজা-আমু গ্রন্থাগার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ গ্রন্থাগারের উদ্ধোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, আগে পাড়া-মহল্লায় লাইব্রেরি-পাঠাগার ছিলো, যেখানে বই পড়ে জ্ঞান অর্জন করা যেতো।

খেলার মাঠ ছিলো, যেখানে খেলাধুলা করার সুযোগ ছিলো। কিন্তু আজকের দিনে আগের সে অবস্থা না থাকায় ছেলে-মেয়েরা বিপথগামী হচ্ছে। মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। সরকারের ইতিবাচক মনোভাবের কারণে পাঠাগার এবং জিমনেসিয়াম স্থাপনসহ নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

বিদ্যালয় কার্যকরী পরিষদের সভাপতি মো. আলমগীর হোসেন খান আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এমএস/আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।