ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে গোডাউনে আগুনে কোটি টাকার মালামাল ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
নাটোরে গোডাউনে আগুনে কোটি টাকার মালামাল ভস্মীভূত নাটোরে গোডাউনে আগুনে কোটি টাকার মালামাল পুড়ে গেছে-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোর সদর উপজেলার হয়বতপুর কাদিম সাতুরিয়া এলাকায় আব্দুর রহমানের পাট ও ডালের গোডাউনে আগুন লেগে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা রইচ উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে ওই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

তবে ঘটনার সময় গোডাউনে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, কেউ শত্রুতা করে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ২০ মণ পাট, ৫শ’ মণ মশুর ডাল ও সাড়ে ১৯ মণ খেশারি ডাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত আব্দুর রহমান দাবি করেছেন অগ্নিকাণ্ডে তার অন্তত কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।