ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লন্ডন হামলায় শেখ হাসিনার নিন্দা-শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
লন্ডন হামলায় শেখ হাসিনার নিন্দা-শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ঢাকা: ব্রিটেনের লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে সন্ত্রাসী হামলায় নিহত ও হতাহতের ঘটনায় গভীর নিন্দা ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ খবর জানা যায়। এ হামলায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানান শেখ হাসিনা।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়- ব্রিটেনের পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসে ‘সন্ত্রাসী’ হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অবশ্য প্রাথমিক ওই হামলায় হামলাকারীসহ ৪ থেকে ৫ নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়।

স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে লন্ডনে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের কাছে ওয়েস্টমিনস্টার ব্রিজে এ হামলার সূত্রপাত হয়। এটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এমইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।