ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ ২৪ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ ২৪ বাংলাদেশি আটক

সাতক্ষীরা: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পথে সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশুসহ ২৪ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি সীমান্তের একটি জঙ্গলের মধ্য থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে মো. নাজির উদ্দিন ও তার স্ত্রী সেতারা বেগম, জয়নাল আবেদিন ও তার স্ত্রী নুরজাহান বেগম, আবদুল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম, মো. নুরুল্লাহ ও তার স্ত্রী নুরজাহান বেগম, মো. নাজির হোসেন, সাঈদুল ইসলাম ও মো. জাহাঙ্গীরের নাম জানা গেছে।

তাদের সঙ্গে ১৩ জন শিশুও রয়েছে।

আটককৃতদের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুছড়ি, ফুলতলি ও সালামিপাড়া গ্রামে।

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বাংলানিউজকে জানান, কুশখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার পথে আটক বাংলাদেশিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad