ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগাতিপাড়ায় দুই পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
বাগাতিপাড়ায় দুই পলাতক আসামি গ্রেফতার

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি জিআর মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ মার্চ) দিনগত রাতে উপজেলার চকতকিনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চকতকিনগর গ্রামের মৃত চান সরকারের দুই ছেলে রহমত আলী (৬০) ও সাখাওয়াত হোসেন (৬৫)।

বাগাতিপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) রুস্তম আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রহমত আলী ও সাখাওয়াত হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

১৯৯০ সালের একটি জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি রহমত আলী ও সাখাওয়াত হোসেন। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি আদালত থেকে তাদের নামে থানায় সাজা ওয়ারেন্ট আসে কিন্তু সেখানে সাজার পরিমাণ উল্লেখ নেই বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।