ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলপুরে নকল প্রসাধনী ফ্যাক্টরিকে জরিমানা, কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
ফুলপুরে নকল প্রসাধনী ফ্যাক্টরিকে জরিমানা, কারাদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর বাইটকান্দি ইউনিয়নের মিচকিপাড়া এলাকায় অনুমোদনবিহীন নকল প্রসাধনী সামগ্রী তৈরির ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় নজরুল ইসলামকে (৬০) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও  জয়নাল আবেদিনকে (২৫) ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ১৫ লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস করা হয়।


বুধবার (২২ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা অবধি এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এমএএএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।