ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রামপুরায় গার্মেন্টকর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

অমিয় দত্ত ভৌমিক, ওয়েব ইনচার্জ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
রামপুরায় গার্মেন্টকর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট গার্মেন্টকর্মীদের সড়ক অবরোধ। ছবি ও ভিডিও: অমিয়

ঢাকা: কারখানা বন্ধের প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর রামপুরা এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘লিরিক গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ’ নামে একটি গার্মেন্টকর্মীরা।

বুধবার (২২ মার্চ) সকাল থেকে ‘লিরিক ইন্ডাস্ট্রিজ শ্রমিক ইউনিয়ন’ ব্যানারে তারা এ অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। তবে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে তা ব্যাপক আকার ধারণ করে।

 

গার্মেন্টকর্মী মনিরা জানান, বুধবার সকালে আমাদের শ্রমিক ভাইরা কারখানার ‍কাজে যোগ দিতে এসে দেখেন কারখানা বন্ধ। মালিক আমাদের তিন মাসের বেতন না দিয়ে বেআইনিভাবে কারখানা বন্ধ করে দিয়েছে। এজন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। গার্মেন্টকর্মীদের আন্দোলনে সড়কে যানজট

দাবি আদায়ে শ্রমিকরা সড়কেও উপর বসে পড়েছেন।  তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

এদিকে গার্মেন্টকর্মীদের সড়ক অবরোধের ফলে ওই এলাকায় ‍যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে রামপুরা-বাড্ডা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকালেই ভোগন্তিতে পড়েছেন কর্মজীবীরা।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।