ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ১৮ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
সিলেটে ১৮ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করছেন পুলিশ সুপার

সিলেট: আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কর্তব্য পালন করায় সিলেটে ১৮ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (২২মার্চ) জেলা পুলিশ লাইন্সে শহীদ এসপি এম. শাসসুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় ভাল কাজের ফল স্বরূপ তাদের হাতে সম্মাননা তুলে দেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- পুলিশ লাইন্সের আরওআই এসএমআল-মামুন ও অফিসার ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী।


জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মশিউর রহমান, এএসআই নীপেশ দেব, তরুন মজুমদার, মো. মোক্তার হোসেন, মারুফ আল মুকিত, এসআই মো. মহিবুর রহমান।


ওসমানীনগর থানার এএসআই শংকর চন্দ্র দেব, গোলাপগঞ্জ মডেল থানার এএসআই মো. জাকিরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম, এসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই মো. জসিম উদ্দিন, কানাইঘাট থানার এসআই আরিফ উল্লা, কোম্পানীগঞ্জ থানার এসআই বিনয় ভূষন চক্রবর্তী, বিশ্বনাথ থানার টিএসআই আবু রক্কর সিদ্দিক, এএসআই সুকেশ চন্দ্র পাল, জকিগঞ্জ থানার এসআই আদনান সাকিব আহমেদ।


সভায় সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতদের গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ ভাল কাজের ভিত্তিতে তাদের পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার সুপার মো. মনিরুজ্জামান বলেন, পুরস্কার দেওয়ায় পুলিশ কর্মকর্তাদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। তারা আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করে যাবেন। দক্ষ কর্মকর্তাদের পুরস্কার দেওয়ার এ ধারা অব্যাহত থাকবে বলেন তিনি।


সভায় সিলেট জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্ত‍ারা এবং থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এনইউ/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।