ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৬৭ লাখ টাকার সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
শাহজালালে ৬৭ লাখ টাকার সিগারেট জব্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দকৃত সিগারেট/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান আমদানি নিষিদ্ধ ১ লাখ ৬৮ হাজার ৬শ’ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। ৮৪৩টি মিনি কার্টনে এসব সিগারেট আনা হয়।

বুধবার (২২ মার্চ) রাতে বাংলানিউজকে এ তথ্য জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান।

তিনি জানান, সকালে শুল্ক গোয়েন্দা অধিদফতরের সদস্যরা বিমানবন্দরের বেল্টে অভিযান চালিয়ে যাত্রী মোহাম্মদ রাশেদুল হকের কাছ থেকে ২৫৩ কার্টনে মোট ৫০ হাজার ৬’শ শলাকা সিগারেট জব্দ করেন।

এছাড়া বিকেল সাড়ে ৫টায় শুল্ক গোয়েন্দার উপস্তিতি টের পেয়ে অজ্ঞাত এক যাত্রী ৬ মাস্টার কার্টন ফেলে পালিয়ে যান। এতে আমদানি নিষিদ্ধ ১ লাখ ১৮ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। এসব সিগারেট ৬টি বড় ব্যাগেজে লুকানো ছিলো বলেও জানান মঈনুল খান।

জব্দকৃত সিগারেট লন্ডনের ডানহিল ৩০৩ ও মন্ড ব্র্যান্ডের। শুল্ককরসহ যার বাজার মূল্য প্রায় ৬৭ লাখ ৪৪ হাজার টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসজে/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।