ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় ৫ হাজার মি. জাল জব্দ, ৬ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
ভোলায় ৫ হাজার মি. জাল জব্দ, ৬ জেলের জরিমানা

ভোলা: ভোলা সদরের তেতুলিয়া নদী থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জালসহ ছয় জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. মান্নানের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

যাদের জরিমানা করা হয়েছে, তারা হলেন- আলমগীর হোসেন (২৮), রুবেল (২৪), জামাল (৫০), তোফায়েল (১৯), মোতাহার (৬০) ও গনি (৬০)।

এদের বাড়ি ভেলুমিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ভোলা সদর সিনিয়র কর্মকর্তা আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের একটি টিম তেতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় ওই নদীর ভেলুমিয়া পয়েন্টে মাছ ধরার সময় জালসহ ছয় জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে প্রত্যেককে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ হওয়া কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান।

মার্চ-এপ্রিল মাস পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুদ করা নিষিদ্ধ। এছাড়া নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশ সংরক্ষণের লক্ষ্যে এসব এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।