ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নকল পণ্য তৈরির অপরাধে ৩ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
নকল পণ্য তৈরির অপরাধে ৩ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মিছকাপাড়ায় অভিযান চালিয়ে নকল পণ্য তৈরির অপরাধে নজরুল ইসলাম টুলু নামক এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযান পরিচালনার সময় সাবান, ডিটারজেন্ট, টুথ পাউডার, লবণ, নারিকেল তেলসহ প্রায় ১০টি নকল পণ্য তৈরি করার অপরাধে ওই ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিন লাখ টাকা; অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।