ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁর আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
নওগাঁর আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন’র (জেএমবি) তালিকাভুক্ত সদস্য এবং অপহরণ, হত্যা ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি মো. আব্দুস ছাত্তারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার চকবিষ্টপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুস ছাত্তার উপজেলার চকবিষ্টপুর গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয়। সে সময়ে বাংলা ভাই সর্বহারা নিধন নামে অবৈধ হত্যাযজ্ঞ, মারধর, লুটতরাজ, ভাংচুরে মেতে ওঠেন। এসব কর্মকাণ্ডে আব্দুস ছাত্তার সক্রিয় অংশগ্রহণ করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আব্দুস ছাত্তার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অপহরণ, হত্যা, চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।