ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৩২৫ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
শাহজালালে ৩২৫ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৩২৫ কার্টন আমদানি-নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে দুবাই থেকে আসা মো. রাশেদ নামে ওই যাত্রীর কাছ থেকে এ সিগারেটগুলো জব্দ করা হয়। দুপুরেই এপিবিএনের তরফ থেকে বিষয়টি বাংলানিউজকে জানানো হয়।

 

এপিবিএন জানায়, দুপুরে দুবাই থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন রাশেদ। তারপর বের হতে গেলে ‍তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় রাশেদকে আগমনী ক্যানোপি-২ থেকে এয়ারপোর্ট এপিবিএন’র কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।  

সেখানে তার লাগেজ তল্লাশি করে কয়েক লাখ টাকা মূল্যের ৩০৩ ও ডানহিল ব্র্যান্ডের সিগারেটগুলো জব্দ করা হয়। ।

আসামি ও জব্দকৃত সিগারেটগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও এপিবিএন’র পক্ষ থেকে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭/আপডেট ১৫৫৭ ঘণ্টা
এসজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।