ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

টেকনাফে অস্ত্রসহ ডাকাত সর্দার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
টেকনাফে অস্ত্রসহ ডাকাত সর্দার আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র ও গুলিসহ নুরুল আলম (৩৫) নামে এক ডাকাত সর্দারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২২ মার্চ) ভোরে উপজেলার শামলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরুল ওই এলাকার ইজ্জত আলীর ছেলে।

কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতি করে আসছিলেন নুরুল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শামলাপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাকীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ডাকাত সর্দার নুরুলকে আটক করা হয়। এসময় দেশীয় তৈরি ৮টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নুরুলের বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।