ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
না’গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তানিয়া নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টায় শিমরাইল-নারায়ণগঞ্জ রুটের সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুণ্ডা এলাকার রাজন হোসেনের স্ত্রী।

তিনি আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস গার্মেন্টের হেলপার ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর বাসস্ট্যান্ড থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ওই পোশাক শ্রমিকসহ অন্য যাত্রীরা আদমজী ইপিজেডে আসছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি সফুরা খাতুন স্কুলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেকার পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তানিয়া নিহত হন। আহত হন শাপলা (২৩) ও জুয়েলসহ (২২) তিন যাত্রী। আহত অপরজনের নাম জানা যায়নি।

আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে যায়। তবে পুলিশ গাড়িটি আটক করতে সক্ষম হয় বলে জানান এসআই রফিক।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।