ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রাণভিক্ষার বিষয়ে পরে জানাবেন রিপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
প্রাণভিক্ষার বিষয়ে পরে জানাবেন রিপন তিন জঙ্গির মধ্যে প্রাণভিক্ষা চাইবেন দু’জন, অন্যজন সময় চেয়েছেন

সিলেট: সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ার হোসেন রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না, সে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন। কারা কর্তৃপক্ষকে তিনি বলেছেন, এ বিষয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে জানাবেন।

এদিকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন বলে কারা কর্তৃপক্ষকে এর আগেই জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দু’জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল বিপুল।

জঙ্গি রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

বুধবার (২২ মার্চ) বেলা বারটার দিকে ফাঁসির রায়ের বিরুদ্ধে জঙ্গিদের রিভিউ খারিজের রায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেখানে পৌঁছানোর পর তা পড়ে শোনানো হয় রিপনকে।   এরপর তার কাছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না, তা জানতে চান কারা কর্মকর্তারা।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া বাংলানিউজকে বলেন, ‘প্রাণভিক্ষা চাইবেন কি-না, তা জানতে চেয়েছিলাম আমরা। জবাবে রিপন বলেছেন, তার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে জানাবেন’।        

মুফতি হান্নান ও বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। সেখানে ফাঁসির রায়ের বিরুদ্ধে করা তাদের রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শোনানো হয় বুধবার সকালে। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না, তা জানতে চান কারা কর্মকর্তারা। হঁ্যা সূচক জবাব দিয়ে প্রাণভিক্ষার আবেদন জানানোর কথা জানান মুফতি হান্নান ও বিপুল।

জঙ্গিরা প্রাণভিক্ষার আবেদন জানালে আইন অনুসারে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এ আবেদন প্রত্যাখ্যাত হলে সরকারের সিদ্ধান্ত ও জেলকোড অনুসারে ২১ থেকে ২৮ দিনের মধ্যে (২১ দিনের আগে নয়, তবে ২৮ দিনের মধ্যে) তিন জঙ্গির ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।

এদিকে সকালে সিলেটের বিচারিক আদালত থেকে মৃত্যু পরোয়ানা (ডেথ ওয়ারেন্ট) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাঁসি কার্যকরের আদেশের কাগজপত্র এলে জেলকোড অনুসারে  তিন জঙ্গির ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

তিনি বলেন, ‘রিভিউ খারিজের রায় আইন অনুসারে গেছে সিলেটের বিচারিক আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আদালত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডেথ ওয়ারেন্ট পাঠাবেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কার্যকরের দিনক্ষণসহ আদেশ পাঠাবে। এসব আদেশের অনুলিপি আসবে আমার কাছেও। এরপর জেলকোড মেনে ফাঁসির প্রক্রিয়া শুরু করবো’।

‘তবে আমরা সব সময়ই ফাঁসি কার্যকরে প্রস্তুত থাকি’ বলেও জানান তিনি।

আরও পড়ুন...

** প্রাণভিক্ষা চাইবেন মুফতি হান্নান-বিপুল

**ফাঁসির রায় শুনলেন মুফতি হান্নান-বিপুল

** মুফতি হান্নানের রিভিউ খারিজের রায় কাশিমপুরে

** রিভিউ খারিজের রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে

** রিভিউ খারিজের রায় যাচ্ছে সাত জায়গায়
** এখন শুধু রায় শোনা ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা
** মুফতি হান্নানের রিভিউ খারিজের রায় প্রকাশ

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এনইউ/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।