ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাইমুড়িতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
সোনাইমুড়িতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে চারমাসের গর্ভবতী পিংকি আক্তার পপি (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জাকের হোসেন জাবেদকে (২১) আটক করেছে পুলিশ।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় সোনাইমুড়ি থানা পুলিশ উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধূ উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মৃত সিরাজুল ইসলামের কন্যা।

আটক জাকির হোসেন জাবেদ একই ইউনিয়নের পোরকরা গ্রামের বড় বাড়ীর দুলাল হোসেনের ছেলে।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিঞা জানান, পিংকির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
পিএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।