[x]
[x]
ঢাকা, সোমবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২৫, ২১ মে ২০১৮

bangla news

দিনাজপুরে ঝড়-বৃষ্টিতে আম-লিচুর ক্ষতির আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-২১ ২:৩০:৩৮ এএম
ঝড়-বৃষ্টিতে আম-লিচুর ক্ষতির আশঙ্কা, ছবি: বাংলানিউজ

ঝড়-বৃষ্টিতে আম-লিচুর ক্ষতির আশঙ্কা, ছবি: বাংলানিউজ

দিনাজপুরে চৈত্রের শুরুতেই বয়ে গেলো ঝড়-বৃষ্টি। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন এলাকায় সড়কের ওপর গাছ উপড়ে পড়াসহ বাড়ির দেয়াল বা সীমানা প্রাচীর ধসে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া পৌনে ৯টার দিকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি প্রায় ২০ মিনিট স্থায়ী থাকে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, যেভাবে ঝড়-বৃষ্টিপাত হয়েছে এতে আম-লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বর্তমানে আম-লিচুর মুকুল দুলছে গাছে। এ সময় এমন ঝড়-বৃষ্টি আম-লিচুর জন্য হুমকি।

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জুর হোসেন জানান, ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস ও ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্ব আভাস অনুযায়ী- মঙ্গলবারও ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa