ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় গৃহবুধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আশুলিয়ায় গৃহবুধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক মানচিত্র

সাভার: আশুলিয়ার বগাবাড়ি এলাকায় লিপি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী শামীম হোসেন পলাতক রয়েছেন।

সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিপি আক্তারের প্রাথমিকভাবে বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

তবে পলাতক স্বামী শামীম জামালপুর সদর থানার বাগেরহাটা জিয়া কলেজ গ্রামের শামসুল হকের ছেলে। নিহত লিপি ও শামীম দু’জনে আশুলিয়ার বগাবাড়ি দরগারপার টুটুলের বাড়িতে ভাড়া থাকতেন। শামীম আশুলিয়ার বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে শামীমের সঙ্গে লিপির কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় দরজা বন্ধ করে লিপিকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা লিপিকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে শামীম পলাতক রয়েছেন।

লিপির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad